জাহেদ হাসান, কক্সবাজার ;
কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটক ও স্থানীয়দের অনেক সময় ফটোগ্রাফার, ঘোড়াচালক এবং বিচ বাইক চালকদের হয়রানির শিকার হতে হয়। বিভিন্ন কৌশলে জোরপূর্বক টাকা আদায় করাকে তারা নিয়মিত অভ্যাসে পরিণত করেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পর্যটকদের সঙ্গে বাকবিতণ্ডা ও কখনও মারামারির ঘটনাও ঘটে, যা ট্যুরিস্ট পুলিশের সুনাম ক্ষুণ্ন করছে।
এ অবস্থায় সৈকতের ফটোগ্রাফার, ঘোড়াচালক ও বিচ বাইক চালকদের শৃঙ্খলার মধ্যে আনতে এবং পর্যটক হয়রানি রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
এর অংশ হিসেবে সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সৈকতে কর্মরত ফটোগ্রাফার, ঘোড়াচালক ও বিচ বাইক চালকদের অংশগ্রহণে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
সভায় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকরা আমাদের মেহমান, তাদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। কেউ ইচ্ছাকৃতভাবে পর্যটকদের হয়রানি করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
এ সময় সংশ্লিষ্ট সবাই পর্যটক হয়রানি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন এবং সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন।