প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলার আওতাভুক্ত চকরিয়া উপজেলা শাখার দুই (০২) সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল হককে আহ্বায়ক ও এম. মোবারক আলীকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন। দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে উক্ত সম্মেলন প্রস্তুতি কমিটিকে সম্মেলন ও কাউন্সিল আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে।