ফুটবলে ইসলামিক স্টাডিজ, ক্রিকেটে বিবিএ ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সর্বশেষ ইভেন্ট ফুটবল খেলা ছিল তীব্র প্রতিদ্বন্দিতা ও উত্তেজনাপূর্ণ।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। ফাইনালে ইসলামিক স্টাডিজ ও আইন বিভাগের খেলোয়াড়বৃন্দ চরম নৈপুণ্যতা দেখিয়েছে। তাদের আক্রমণাত্মক খেলা পুরো দর্শক গ্যালারি মাতিয়ে তোলে। হার-জিতের খেলায় কোন পক্ষই হারে নি। যেতে হয়েছে টাইব্রেকারে। সেখানেও গোল, প্রতিরোধ ও পরিশোধের প্রতিযোগিতা। অবশেষে ইসলামিক স্টাডিজ বিভাগের এক গোল আটকে গেল আইন বিভাগ। চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ।
একই দিন সকালে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল ম্যাচে ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিবিএ ডিপার্টমেন্ট।
খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা ব্যবস্থাপক বোরহান উদ্দিন, প্রিমিয়ার ব্যাংক ব্যবস্থাপক হাসান মাহমুদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাজিদুল হক।
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর বদিউল আলমের সার্বিক তত্ত্বাবধানে তিনদিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।