নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ লোহাগাড়া উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কলাউজান ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে খেলায় থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা এলডিপির সভাপতির লিয়াকত আলী চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, বটতলী শহর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক ডা. জালাল আহমদ, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির কোম্পানী, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেছেন, যুবক ভাইদেরকে ক্রীড়ামুখি করার জন্য আরও বেশী সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ধরণের খেলাধুলায় থাকলে যুবকরা ক্রীড়ামুখি হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আগামী বিশ্ব অত্যন্ত প্রতিযোগীতার বিশ্ব। এই বিশ্বে লেখাপড়া ছাড়া টিকে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, আমাদের দেশের বড় সমস্যা হল মাদক। ছাত্র, যুবকরা যদি খেলামুখি থাকে তাহলে মাদক থেকে রেহাই পাবে। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।