সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের
পূর্ব পাহাড়তলী আলি (রা.) দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজম ইসলাম পার্টি কক্সবাজার জেলার নায়েব আমির ও হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা ইয়াসিন হাবিব।
প্রধান মেহমান ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপ-পরিচালক মাওলানা সরওয়ার আকবার।
সমাজসেবক নূর বক্স এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ইছুলোরঘোনা পূর্ব পাহাড়তলী সমাজ কমিটির সভাপতি নুরুল আজিম সওদাগর, আল ফারুক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সায়েম চৌধুরী, জেলার নেজাম ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জহির, বাংলাদেশ খেলাফতে মজলিস কক্সবাজার সদরের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা হাফেজ আমিনুল হক।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ইউসুফ মক্কীর সঞ্চালনায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক মাওলানা মোঃ ইউনুছ মাওলানা মোঃ জামাল হোসেন, মাওলানা আমির হামজা, মাওলানা দিল মোহাম্মদ, মাওলানা হাফেজ মাস্টার আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এজন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ইউসুফ মক্কী।