মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এ অঞ্চলে মাদকের ভয়বহ আগ্রাসন ঠেকাতে যুব সমাজকে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সুস্থ ধারার বিনোদন মূখী করতে হবে। যাতে নুতন প্রজম্ম মাদকের সাথে জড়িয়ে না পড়ে। শিষ্ঠাচার সমৃদ্ধ পরিশুদ্ধ ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াকে প্রধান্য দিতে হবে। এজন্য সমাজের প্রত্যেক স্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে কক্সবাজার শহরের টেকপাড়াস্থ আবদুল্লাহ-নাহার ক্লেন এর উদ্যোগে কক্সবাজার পৌরসভার ইনডোর প্লেগ্রাউন্ডে হাবিব উল্লাহ স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান এ কথা বলেন।

আবদুল্লাহ-নাহার ক্লেন এর অন্যতম সংগঠক অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক রামু শাখার ব্যবস্থাপক, কৃতি ক্রীড়াবিদ ও টুর্নামেন্টের উদোক্তা এম. জাহেদ উল্লাহ জাহেদ। বিশিষ্ট ক্রীড়াবিদ আবু নাঈম পাপ্পু’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ বলেন, হাবিব উল্লাহ স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের নান্দনিক ও উপভোগ্য আয়োজন কক্সবাজার শহরে ক্রীড়া জগতে নতুনত্ব ও বৈচিত্র্য এনেছে। কিশোর ব্যাটমিন্টন খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করেছে। ইউনিয়ন হাসপাতাল পিএলসি ও কক্সবাজার জেলা ব্যাটমিন্টন এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বেলাল উদ্দিন চৌধুরী ব্যাটমিন্টন একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক জাতীয় ব্যাটমিন্টন খেলোয়াড় বেলাল উদ্দিন চৌধুরী বেলাল, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এহছানুল করিম রিয়াজু, কক্সবাজার ক্রীড়া সংস্থার সদস্য হারুনর রশীদ, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, কৃতি ক্রীড়াবিদ অ্যাডভোকেট আমির তাহের উদ্দিন মানিক, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা মুহাম্মদ নুর। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু নোমান নমু, আজাদ, রিয়াদ, টেকপাড়া সোসাইটির কর্মকর্তা জাবেদ উল্লাহ মিয়া, আরাফাত প্রমুখ।

হাবিব উল্লাহ স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলিফ-আহনাফ জুটি তাহসিন-আদিল জুটিকে ২-৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টে খেলোয়াড় আলিফ ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার অর্জন করেন। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান, রানার্সআপ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের মাঝে ট্রপি ও ম্যাডেল বিতরণ করেন। টুর্নামেন্টে বেলাল উদ্দিন ব্যাটমিন্টন একাডেমি ও কক্সবাজার জেলা ব্যাটমিন্টন এসোসিয়েশনের সেরা ৮টি টিম অংশ নেয়। টুর্নামেন্ট পরিচালনায় বিশেষ অবদান রাখায় বেলাল উদ্দিন চৌধুরী ব্যাটমিন্টন একাডেমির পরিচালক বেলাল উদ্দিন চৌধুরী বেলাল ও আম্পায়ার ফয়সালুল আলম ফয়সালকে আয়োজক প্রতিষ্ঠান আবদুল্লাহ-নাহার ক্লেন এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্যোক্তা মরহুম হাবিব উল্লাহ’র ছোট ভাই এম. জাহেদ উল্লাহ জাহেদ তাঁর স্বাগত বক্তব্যে, তাঁর ভাইয়ের নামে একটি ব্যাটমিন্টন টুর্নামেন্ট চালু করায় কর্মকর্তা, খেলোয়াড়, আম্পায়ার, কোচ, সুধীজন, অতিথি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী আবদুল্লাহ-নাহার ক্লেন এর পক্ষ থেকে ইউনিয়ন হাসপাতাল পিএলসি ও কক্সবাজার ব্যাটমিন্টন এসোসিয়েশন, কক্সবাজার পৌরসভা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচুর দর্শক, ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।