রাঙ্গামাটি জেলা প্রশাসন অগ্নিকাণ্ড পরবর্তী সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করার আদেশ বাতিল করে পুনরায় সাজেক ভ্রমণের অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান এক নির্দেশনায় সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।
জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় জানানো হয়, সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এরপর মঙ্গলবার দুপুর ১২টায় অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফলে সর্বসম্মতিক্রমে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেক ভ্যালির রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।