বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কে লিপ্ত হলে দেশের, জনগণের এবং গণতন্ত্রের ভবিষ্যতের ক্ষতি হবে। তিনি মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫ বছরে দেশ ও জনগণ অনেক ক্ষতির মধ্য দিয়ে গেছে। এখন দেশের উন্নয়ন এবং রাষ্ট্র কাঠামো গড়ে তোলার সময় এসেছে। দেশের ঐক্য বজায় রাখার জন্য বিএনপি ভবিষ্যতে সেই পদক্ষেপগুলি অব্যাহত রাখবে, যা দেশের কল্যাণে ভূমিকা রাখবে। তিনি জানান, এই চেষ্টা এবং প্রত্যাশা বিএনপির শপথ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে দেশের উন্নয়ন পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবে। অন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোও তাদের পরিকল্পনা জনগণের কাছে উপস্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। জনগণই মূল বিচারক এবং দেশের মালিক, তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কে দেশ পরিচালনা করবে।

তারেক রহমান বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়া সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রয়োজনীয়। তিনি প্রশ্ন করেন, কেন কিছু লোক এটিকে অস্বাভাবিক হিসেবে দেখছে, যখন জনগণের ভোট এবং গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে নির্বাচন চাওয়া প্রত্যাশিত। তিনি আরও বলেন, যদি নির্বাচন বিলম্বিত হয়, তা কার জন্য উপকারী হবে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এবং এর চর্চা চালু থাকলে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা সম্ভব হবে। যত বেশি গণতন্ত্রের চর্চা করা যাবে, তত বেশি দেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ থাকবে।