মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার বিচার বিভাগ থেকে ৩ জন বিচারককে বদলী এবং ১ জন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে সোমবার (২৪ ফেব্রুয়ারী) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত ২টি পৃথক প্রজ্ঞাপনে কক্সবাজার বিচার বিভাগে নিয়োগ ও বদলী হওয়া ৪ বিচারক সহ একই পদমর্যাদার ১০৩ জন বিচারককে বদলী এবং ৭৯ জন বিচারককে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।
কক্সবাজার বিচার বিভাগ থেকে অন্যত্র বদলী হওয়া বিচার বিভাগীয় কর্মকর্তারা হলেন, কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) কৌশিক আহম্মদ খন্দকার-কে বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কক্সবাজারের চকরিয়া চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ রাজীব দে-কে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ভোলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে মহেশখালী চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শোয়েব উদ্দীন খান-কে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী’কে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে কক্সবাজারে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চকরিয়া ও মহেশখালী চৌকি আদালতের বদলী হওয়া বিচারকের শূন্য পদে নতুন কোন বিচারক নিয়োগ দেওয়া হয়নি।
বদলী হওয়া ও পদোন্নতি পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের ২৭ ফেব্রুয়ারীর মধ্যে বর্তমান কর্মস্থলের জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।