বাংলাদেশ পুলিশের ১০২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)-কে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পরদিন (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি, পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোট ১০৪ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, যাদের মধ্যে দুইজন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন। তারা পিআরএল/অবসরকালীন পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিদর্শনের সময় গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবলকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতার সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তাই বাহিনীকে এ সময়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।