সিবিএন ডেস্ক:
সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম উচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজে এইচএসসি-২০২৫ ব্যাচের অভিভাবক সমাবেশ আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম আকতার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক শরমিন ছিদ্দিকার সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এতে বক্তব্য রাখেন এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য এড. রফিকুল ইসলাম, অভিভাবক সমাবেশ আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, অধ্যাপক শাহানুর আকতার, সহযোগী অধ্যাপক হাশেম উদ্দীন, সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল কালাম, সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহযোগী অধ্যাপক মঈনুল হাসান পলাশ, সহকারী অধ্যাপক মু. শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক নুরুল হুদা, সহকারী অধ্যাপক দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক ওমর ফারুক, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক কামাল উদ্দীন, প্রভাষক নওয়াব আলীসহ অনেকে।
অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ তার শুভেচ্ছা বক্তব্যে সমাবেশে উপস্থিত সকল অভিভাবকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং এইচএসসি-২০২৫ ব্যাচের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্য
অধ্যক্ষ আকতার চৌধুরী বলেন, “এই কলেজটি আপনাদের। আপনাদের সন্তানদের ভালো ফলাফল করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা শুধু আপনাদের সন্তান নয়, তারা আমাদেরও সন্তান। গত বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকে আমাদের সহযোগিতা করলে, ইনশাআল্লাহ এবারের ফলাফল জেলায় সর্বোত্তম হবে।”
অভিভাবকদের প্রতিক্রিয়া
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, আব্দুল হক, লামে, মোহাম্মদ রিদুয়ান, বশির উদ্দীন প্রমুখ।
অভিভাবক জসিম উদ্দিন বলেন, “কক্সবাজার সিটি কলেজ শুধু একটি কলেজ নয়, এটি একটি ব্র্যান্ডও। আমাদের উচিত কলেজকে সহযোগিতা করা। অভিভাবকদের যারা আসেননি, তাদের বলবো, এমন গুরুত্বপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করা উচিত ছিল। সম্মিলিত প্রচেষ্টায় এবারের ফলাফল অসাধারণ হবে বলে আমার বিশ্বাস।”
অভিভাবক লামে বলেন, “নির্বাচনী পরীক্ষার ফলাফল দেখে আমি হতবাক হয়েছি, তবে শিক্ষকদের দোষারোপ করবো না। কারণ আমি জানি, কক্সবাজার সিটি কলেজের শিক্ষকরা নিয়মিত ক্লাস করান এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করেন। তারপরও যারা খারাপ করছে, তা শিক্ষার্থীদের অধ্যবসায়ের অভাবে।”
নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা
অনুষ্ঠানের একপর্যায়ে এইচএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৫ কমিটির আহ্বায়ক অধ্যক্ষের অনুমতি নিয়ে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরে সহকারী অধ্যাপক ওমর ফারুক কলেজের উপস্থিতি ও ফলাফলের উপর একটি তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
রোভার স্কাউটদের স্বেচ্ছাসেবী কার্যক্রম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপের সদস্যরা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
