মো:আরকান, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় নান্দনিক ও অত্যাধুনিক ফুটবল টার্ফ গ্রাউন্ডের শুভ উদ্বোধন হয়েছে। এটি পেকুয়ার ক্রীড়াঙ্গনে এক নতুন সংযোজন, যেখানে দিবারাত্রি ফুটবল ম্যাচ আয়োজনের সুযোগ থাকবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এ মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। এটি ভূপৃষ্ঠের ওপরে নির্মিত একটি অত্যাধুনিক খেলার মাঠ, যা স্মার্ট ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে। দিনের বেলায় সূর্যের আলোতে এবং রাতে কৃত্রিম আলোর ব্যবস্থায় এখানে ফুটবল ম্যাচ চলবে।
“পেকুয়া স্পোর্টস অ্যারেনা” নামের এই মিনি স্টেডিয়ামটি অত্যন্ত চমকপ্রদ, যা ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করবে। আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের আদলে তৈরি এ মাঠটি দিবারাত্রি খেলার উপযোগী করা হয়েছে। এখানে একসঙ্গে ১৪ জন খেলোয়াড় (৭+৭) অংশ নিতে পারবেন, সঙ্গে থাকবেন একজন রেফারি।
স্টেডিয়ামটি কলেজ গেট চৌমুহনীর উপকণ্ঠে ক্রেমলিন চৌধুরী প্লাজার চতুর্থ তলায় নির্মিত হয়েছে। সবুজ টার্ফের উপর ছোট ছোট পাসে তারকা ফুটবলারদের খেলা দেখার মতো এক অভিজ্ঞতা পাবেন দর্শকরা।
এ বিষয়ে দৈনিক ইত্তেফাকের পেকুয়া সংবাদদাতা রেজাউল করিম বলেন, “পেকুয়ার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য পেকুয়াকে ক্রীড়ার মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিত করা। তরুণরা এখানে শরীরচর্চা ও ফুটবলে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”
এই মিনি স্টেডিয়ামের উদ্বোধনের মাধ্যমে পেকুয়ার ক্রীড়াপ্রেমীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।