সিবিএন ডেস্ক ;
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কক্সবাজার শহরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ, কক্সবাজার জেলা শাখা। শুক্রবার (২৮ শাবান ও ফেব্রুয়ারি) আসরের নামাজের পর লালদিঘীর পাড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, রমজানুল মোবারক পবিত্র কুরআন নাজিলের মাস, যার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এ দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের পাশাপাশি রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিও তোলেন।
বক্তারা আরও বলেন, পবিত্র কুরআন নাজিলের মাসের শিক্ষা ধারণ করে কুরআন-সুন্নাহর আলোকে জীবন ও রাষ্ট্র গঠনের শপথ নিতে হবে। সেই সঙ্গে ইসলাম ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান সংসদে পাস করারও দাবি জানান তারা।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা নেজামে ইসলাম পার্টির অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। প্রধান বক্তা ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী এবং যুবনেতা প্রকৌশলী শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন জেলা ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মোরশেদ হোসাইন জমিল, জেলা দফতর সম্পাদক ও কক্সবাজার পৌর সমন্বয়কারী আহমদ বিন ইয়াছিন, উখিয়া উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ মাহমুদ, রামু উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মুজিবুল হক, অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, প্রচার সম্পাদক ইমরান ফয়জী, ছাত্রনেতা হুমাইদ সাইফী, হাফেজ হেলাল উদ্দিন, জামী, এমদাদুল্লাহ প্রমুখ।