কক্সবাজার প্রতিনিধি;

কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

সরেজমিনে জানা গেছে, স্থানীয় এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এ সিদ্ধান্ত জানান। এর আগে ভুক্তভোগী সংবাদকর্মী আলম ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন।

অভিযোগে বলা হয়, ওই সংবাদকর্মীকে থানায় আটক রেখে নির্যাতন করা হয়। বিষয়টি তিনি সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন দিয়ে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।