গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে কেউ যেন কথা না বলেন—এমন অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।”

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকার রায়েরবাজার কবরস্থানে জুলাই শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এ কথা বলেন।

শেখ হাসিনার বিচার নিশ্চিত করাকে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, “খুনি হাসিনার দৃশ্যমান বিচার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার করতে না পারে, তাহলে তারা সবচেয়ে বড় দায়বদ্ধতা ও বৈধতা হারাবে। তবে দায় বহন করলেই সব শেষ হয়ে যায় না।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না নেয়।” তিনি আরও বলেন, “আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, মায়েদের চোখে এখনও কান্না—আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচার দেখে যেতে পারি।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নতুন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।