দিনভর জল্পনা-কল্পনার পর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানবাধিকারকর্মী অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক আবরার আগামীকাল বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন।

অধ্যাপক আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

এই মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কয়েক দফা নতুন উপদেষ্টা নিয়োগের পর বর্তমানে সরকারের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

সম্প্রতি উপদেষ্টা পরিষদে কিছু পরিবর্তন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম, যিনি আগে থেকেই উপদেষ্টা পরিষদে ছিলেন তবে তার কোনো মন্ত্রণালয় ছিল না।

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সরকারি পরিবহন পুলকে আগামীকাল নতুন উপদেষ্টার জন্য একটি গাড়ি প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।