টেকনাফ প্রতিনিধি;
টেকনাফের গহিন পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানা থেকে একই পরিবারের ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহিন পাহাড়ে এই অভিযান চালানো হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ ও যৌথ বাহিনী অপহৃতদের উদ্ধার করে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয় রিদুয়ান নামে এক ব্যক্তি ও তার চক্র একই পরিবারের ১১ জনকে অপহরণ করে। রিদুয়ান এর আগেও দীর্ঘদিন কারাবরণ করেছিল এবং মুক্তি পেয়ে ফের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি জানান, অপহরণকারীরা দেশীয় অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে ওই ১১ জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত নারী ও শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।