এফ এম সুমন, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৮টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘরবাড়ি, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালীর বটতলিয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হয়নি। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আছেন শমশুল আলমের পুত্র বদিউল আলম, মৃত ছৈয়দুল হকের পুত্র মো. নুরু, মৃত শফিউল আলমের ছেলে আবু ছৈয়দ, আবছার উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন, বদিউল আলমের ছেলে শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুর ছেলে আবদুল করিম, নজির আহমেদের ছেলে নুর মোহাম্মদ ও মৃত আরফাতের স্ত্রী জেয়াছমিন আক্তার।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও কম্বল বিতরণ করা হয় এবং সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।