দেশে এখনো চালু থাকা পর্নোগ্রাফির সব ওয়েবসাইট শুক্রবার (১৪ মার্চ) মধ্যে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট চালু রয়েছে এবং নতুন করে খোলা হয়েছে। সেগুলোর বিষয়ে রাষ্ট্র সচেতন হয়েছে এবং দ্রুতই বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এসব সাইটের সঙ্গে যৌন অপরাধ, বিশেষ করে ধর্ষণের সম্পর্ক রয়েছে।
আইন উপদেষ্টা জানান, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই সব সাইট বন্ধ করে দেওয়া সম্ভব হবে।
এক গবেষণায় দেখা গেছে, দেশে কিশোর-কিশোরীদের মধ্যে ৬৩ শতাংশ ইন্টারনেটে আসক্ত। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পর্নোগ্রাফির প্রতি আসক্ত। এর ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। অভিভাবকসহ সচেতন মানুষ দীর্ঘদিন ধরেই এসব ওয়েবসাইট বন্ধের দাবি জানিয়ে আসছেন।
এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিটিআরসি ১২ হাজার ৩টি অনলাইন জুয়ার সাইট বন্ধ করেছিল। তখন হাজারের বেশি পর্নোগ্রাফির ওয়েবসাইটও বন্ধ করা হয়েছিল। তবে সামগ্রিকভাবে এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।