সিবিএন ডেস্ক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।

গুতেরেস আরও উল্লেখ করেন, বাংলাদেশের চলমান সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ সবসময় পাশে থাকবে।

এর আগে, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হন।

গুতেরেস ও ড. ইউনূস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।

আগামীকাল জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেরেস জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান থাকাকালীনও রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।