সাংবাদিকদের মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের মাঠপর্যায়ে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। অনুসন্ধানী সাংবাদিকতা আরও বেশি ঝুঁকিপূর্ণ, যেখানে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় আক্রোশের শিকার হতে হয়। অনেক সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের হত্যা করে, আবার রাজনীতিবিদ ও প্রশাসনের নানা মহল মামলা ও হয়রানির মাধ্যমে তাদের দমন করতে চায়। এমনকি রাজপথেও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। ফলে সমাজ ও রাষ্ট্রে সাংবাদিকদের মূল্যায়ন প্রায় অনুপস্থিত।

জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। বুধবার (১৩ মার্চ) বিকেল ৪টায় কক্সবাজার শহরের অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নুরুল আমিন হেলালি এবং সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ইলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান।

বিশেষ অতিথিরা:

  • জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য কামাল হোসেন আজাদ
  • এন টিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু
  • দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ
  • বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন
  • বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন
  • দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ
  • চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক
  • উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী

অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা রমজানের তাৎপর্য ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন।

সম্মাননা প্রদান:
সাহসী ও অনুসন্ধানমূলক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য এশিয়ান টিভি ও জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ওসমান গণি (ইলি)কে জাতীয় সাংবাদিক সংস্থার গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া, কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য ও সাবেক সভাপতি কামাল হোসেন আজাদকে প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।