চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ নামে এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে মিরসরাই পৌরসদরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কবির আহম্মদ দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ফের উত্ত্যক্ত করলে ছাত্রীর বাবা ও স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত কবির আহম্মদকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, তার শারীরিক অবস্থা ভালো নয়।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা জানান, তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করবে। এরপর অভিযুক্তকে হাসপাতালে পাঠানো হয়।