নুরুল করিম, মহেশখালী ;

কক্সবাজারের মহেশখালীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আরফা আক্তার (৭), ডাকনাম মুন্নি। সে ওই এলাকার খোরশেদ আলমের মেয়ে।

পরিবারের বরাতে জানা গেছে, শিশুটি ঘুমিয়ে থাকার সময় পাশে থাকা মশার কয়েল অসাবধানতাবশত তার কম্বলের সঙ্গে লেগে গেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনের সূত্রপাত ও এর সঙ্গে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।