ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন :

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন : কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রশংসনীয় অংশগ্রহণ

প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫ ১২:৪২ , আপডেট: ১৬ মার্চ, ২০২৫ ১২:৫৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সিবিএন ডেস্ক:

“ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্য ধারণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার পৌরসভার তত্ত্বাবধানে ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় ০ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সারাদিনব্যাপী এই কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও গার্লস ইন রোভার গ্রুপ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে স্বীকৃতি পাওয়া এই দলটি স্বেচ্ছাসেবী কার্যক্রমে বরাবরের মতো অগ্রণী ভূমিকা রেখেছে।

এর আগেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে ১৪ বছর বয়সি কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা ক্যাম্পেইনসহ বহু স্বেচ্ছাসেবী কার্যক্রমে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সফলভাবে অংশগ্রহণ করেছে। তাদের নিষ্ঠা ও একাগ্রতার কারণে এ দলটি পৌরসভার বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার (আরএসএল) ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও গার্লস ইন রোভার গ্রুপের সদস্যরা ২০২৪-২৫ সেশনে প্রায় ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করেছে। রোভারের সদস্যরা অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী। তারা দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প, বন্যা, টিকা ক্যাম্পেইন, বীচ ক্লিনিং, ম্যারাথন, সাইকেল রেস, জাতীয় দিবস উদযাপন এবং বিপ্লব পরবর্তী ট্রাফিক ব্যবস্থাপনাসহ প্রায় সব ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। আমি আমার টিম নিয়ে গর্বিত এবং তাদের সর্বোচ্চ সফলতা কামনা করি।”

কক্সবাজার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আব্দু রহিম বলেন, “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা খুবই আন্তরিক, পরিচ্ছন্ন এবং পরিশ্রমী। পৌরসভার যে কোনো স্বেচ্ছাসেবী কার্যক্রমে তারা সর্বদা সহযোগিতা করে। ২০২৪-২৫ সেশনে তারা পৌরসভার বেশ কয়েকটি ক্যাম্পেইনে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে। পৌরসভার পক্ষ থেকে আরএসএল প্রভাষক জাহাঙ্গীর আলম এবং তার নেতৃত্বে থাকা রোভার গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন -২০২৫-এ কক্সবাজার সিটি কলেজ রেড ক্রিসেন্ট, কক্সবাজার সিটি কলেজ রেঞ্জার গ্রুপসহ অন্যান্য স্বেচ্ছাসেবী দলও অংশগ্রহণ করে, যা এই উদ্যোগকে আরও সফল করে তোলে।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এ মহৎ উদ্যোগে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সক্রিয় অংশগ্রহণ তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমে তাদের সক্রিয়তা বজায় থাকবে বলে আশা করা যায়।