ঢাকার সরকারি সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এই সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যান্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে, ১৩ মার্চ ইউজিসির এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার ঘোষণা দেওয়া হয়। ১৬ মার্চ সকাল ১০টায় ইউজিসির কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ—এই সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। বর্তমানে এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হন। ফল বিপর্যয়, শিক্ষক সংকট, পাঠদানের সমস্যা নিয়ে তারা একাধিকবার আন্দোলন করেছেন। দীর্ঘদিনের দাবির পর অবশেষে সরকার সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের প্রশাসনিক জটিলতা কমবে এবং শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।