ফেনীর মহিপালে ২২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র‍্যাব। রোববার (১৬ মার্চ) সকালে মহিপাল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার রামু উপজেলার পাইপ বাগান এলাকার কাদের হোসেনের মেয়ে মোছা. রশিদা বেগম (৬০) ও একই এলাকার আবদুস শুক্কুরের মেয়ে মোছা. সুফিয়া খাতুন (৪৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে একটি দল ফেনীর মহিপাল বাস স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সামনে এসে দাঁড়ায় একটি সিএনজি, যেখানে দুই নারী যাত্রী ছিলেন। তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাদের আটক করে। পরে সিএনজি তল্লাশি করে দুটি বস্তা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের ফেনীস্থ সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, আটক নারীরা কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সুকৌশলে চট্টগ্রাম, ফেনীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।