মাগুরায় নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই অসহায়। তার পিতা মানসিক রোগী, পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে জামায়াতে ইসলামী এই পরিবারের দায়িত্ব নিচ্ছে।”

তিনি আরও লেখেন, “ইতোমধ্যে বিষয়টি মজলুম এই পরিবারের সদস্যদের জানানো হয়েছে। সবাই দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের সঠিকভাবে এই দায়িত্ব পালনের তাওফিক দেন।”

এর আগে, শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে যান। তার সঙ্গে