হাসিঘর ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ভলান্টিয়ার অলিম্পিয়াড সিজন-১-এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার শিক্ষার্থী ইমাদ আল দীন। প্রথম রানারআপ হয়েছে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ তালহা রাজ। দ্বিতীয় রানারআপ হয়েছে চৌধুরী মুহাম্মদ রাকিন, যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।
হাই ফ্লাইয়ার্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মুশফিকুর রহমান সায়েম, যিনি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী। প্রথম রানারআপ হয়েছে ফাইয়েদ হাইদার, সে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। দ্বিতীয় রানারআপ হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থী সাইফ আহমেদ।
ট্রেইলব্লেজার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের শিক্ষার্থী রাইসা তাসনিয়া। প্রথম রানারআপ হয়েছে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী তানজিনা সিকদার নৈশী। দ্বিতীয় রানারআপ হয়েছে রেহুয়া কলেজের শিক্ষার্থী মো. নাহিদ হাসান।
সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রাইহান বিন জাফর। প্রথম রানারআপ হয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। দ্বিতীয় রানারআপ হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের শিক্ষার্থী ইউনুছ তাকি।