নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন ও সুশাসন নিশ্চিত করতে সুশীল সমাজের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে অভিজাত হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে গ্র্যাজুয়েট প্রেসক্লাবের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।গ্র্যাজুয়েট প্রেসক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ ম্যাক্সের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা কক্সবাজারের আইনশৃঙ্খলা, যানজট ও সুশাসন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, কক্সবাজার দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, যানজট নিরসনে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর মতো ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানার ব্যবস্থা করা হলে যানজট অনেকটাই কমে যাবে।
বক্তারা অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, নিয়ন্ত্রণহীন মিশুক-টমটম ও প্রশিক্ষণবিহীন চালকদের অদক্ষতাকে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। তারা কক্সবাজারকে মেগা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে পুলিশের সংখ্যা বৃদ্ধির পরামর্শ দেন।বৈষম্য বিরোধী আন্দোলনের জলবায়ু বিষয়ক সম্পাদক ও ছাত্রনেতা শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, আরটিভির সাংবাদিক সাইফুর রহমান শাহীন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, এবি পার্টির জাহাঙ্গীর কাসেম ও এনামুল হক সিকদার, ট্যুয়াক নেতা আনোয়ার কামাল ও এম এম সাদেক লাবু, টোয়াব উপদেষ্টা এস.এম কিবরিয়া খান, হোটেল রিসোর্স মালিক সমিতির মুকিম খান, এনসিপি নেতা আবছার সিকদার ও ওমর ফারুক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়ে শহরের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গ্র‍্যাজুয়েট ক্লাবের সদস্য সচিব এরফান হোছাইন, যুগ্ন আহবায়ক আবদুল্লাহ বিন মোহাম্মদ ম্যাক্স, অন্তর দে বিশাল, ও রাশেদুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, আনোয়ার হোছাইন বাপ্পী, আবুল কাসেম, এমরান উদ্দিন, জয় বৈদ্য, সাইফুল ইসলাম, রিদওয়ানুল হক জিসান, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, সাজিন, জুনায়েদ বোগদাধি, মু: আলম, বিজয় ,জাবেদুল আনোয়ার প্রমুখ সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ ।
এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের প্রতিনিধি, ট্যুয়াক ও হোটেল রিসোর্স মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।