সিবিএন:
দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন উখিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন উত্তর শাখার সদস্য আহসান উল্লাহ এবং সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার।
কক্সবাজার জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহসান উল্লাহ ও সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত দুই নেতা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও শৃঙ্খলার বাইরে গিয়ে কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী সংবাদটি নিশ্চিত করেছেন।