সিবিএন ডেস্ক ;

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মাহবুবুর রহমান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার সাখাওয়াত হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, দুদকের প্রধান কার্যালয় থেকে কক্সবাজার কার্যালয়ে চিঠি পাঠানো হয়। ১২ ফেব্রুয়ারি উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) ওমর ফারুক স্বাক্ষরিত ওই চিঠিতে মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, ২০২৩ সালে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর মাহবুবুর রহমান পৌরসভায় নিজস্ব বলয় তৈরি করেন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন। তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পৌরসভায় কর্মচারী নিয়োগ, ডাম্পিং স্টেশনের জন্য জমি কেনার নামে কোটি টাকা আত্মসাৎ, ড্রেন পরিষ্কারের নামে অর্থ আত্মসাৎ এবং ভুয়া কোটেশনের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

বড় বাজারে পৌরসভার পক্ষ থেকে ডেভেলপারের সঙ্গে চুক্তির ভিত্তিতে আধুনিক মার্কেট নির্মাণাধীন থাকা অবস্থায় দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি পৌরসভার উন্নয়ন প্রকল্পে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হলেও গোপনে নিজেই এসব কাজ পরিচালনা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন মাহবুবুর রহমান।