প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আজ ঐতিহাসিক সতেরো রমাদান। এই দিনে মানবতার মুক্তির দূত মহানবী সা.-এর নেতৃত্বে বদর যুদ্ধে কাফের বাহিনীর বিরুদ্ধে ইসলামের প্রথম বিজয়ের সূচনা হয়। বদরের প্রান্তরে এই বিজয়ের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামী চেতনা ও বিশ্বাস শাণিত হয়েছিল। মুসলমানরা আত্নবিশ্বাসী হয়ে উঠেছিল। চতুর্দিকে ইসলামের বিজয় ধ্বনি উচ্চকিত হয়েছিল। আজো বদর প্রান্তরে মুষ্টিমেয় জিন্দাদীল মুজাহিদের দৃঢ়তা ও ঈমানী চেতনা আমাদের কে প্রেরণা যোগায়। সংখ্যার ভিত্তিতে বিজয় নয় বরং ঈমান ও ইখলাসের সাথে দীন কায়েমের পথে দৃঢ় থাকলে আল্লাহর সাহায্য অনিবার্য। মাহে রামাদানে আমাদের কে বিজয়ী সেই চেতনা ও বিশ্বাস কে ধারণ করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে কাজ করতে হবে। ১৮ মার্চ উখিয়া উপজেলা রাজা পালং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর মুহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহীম, কর্মপরিষদ সদস্য মাস্টার খাইরুল বাশার, মাওলানা আব্দুল করিম, রাজা পালং ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইউনূসের ও সহ সেক্রেটারি জহির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রাজা পালং ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী
“বদরের প্রান্তরে ইসলামের বিজয় বিশ্বব্যাপী ইসলাম চেতনাকে শাণিত করেছিল”
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
