সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে কর্পোরেট চুক্তি করেছে কক্সবাজারের অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতাল।
১৯ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত মতবিনিমসভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী, ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, বিশ্ববিদ্যালয় পরিচালক (এইচ আর) খুরশিদুর রহমান, হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রুহুল কাদের শিলু ও সিনিয়র মার্কেটিং অফিসার সুলতানা তাহেরা মুনমুন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, সহকারী পরিচালক (ফিন্যান্স এন্ড একাউন্টস) আব্দুল খালেক, সহকারী রেজিস্ট্রার (এডমিন) সেলিম জাহাঙ্গীর, হাসপাতালের মার্কেটিং অফিসার হোছাইন মোহাম্মদ মিশুকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দুই প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চুক্তি স্বাক্ষরিত হয়।
সময়োপযোগী সিদ্ধান্তের জন্য ইউনিয়ন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী।
ইউনিয়ন হাসপাতাল ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক চুক্তির অধীনে আইডি কার্ড প্রদর্শনপূর্বক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্টাফ এবং তাদের অভিভাবকরা ল্যাবে ৩০ শতাংশ সুবিধা ভোগ করবে। রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা।