সিবিএন:
সমুদ্র নগরী ও পর্যটন রাজধানী কক্সবাজার জেলার অন্যতম বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজ পরিবারের উদ্যোগে ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার সিটি কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “কক্সবাজার সিটি কলেজ দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আরও বেগবান করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে আধুনিক শিক্ষাপদ্ধতি ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন অব্যাহত রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, “শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও সময়োপযোগী করে তুলতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নত করতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন জিবি সদস্য আব্দুল মাবুদ চৌধুরী, জিবি সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল আজিম, সহকারী অধ্যাপক দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক ফিরোজ শাহ, সহকারী অধ্যাপক জহিরুল হক ও শরীরচর্চা শিক্ষক রহমত উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ, প্রফেসর শাহানুর আকতার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান শারায়াত পারভিন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এবং , ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান মাঈনুল হাসান পলাশ সহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান আয়োজক কমিটিতে আহ্বায়ক জুলফিকার আলীর সঙ্গে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক নুরুল হুদা, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক নওশাদ চৌধুরী এবং প্রভাষক আব্দুল আজিজ।
স্বেচ্ছাসেবক হিসেবে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্টের সদস্যরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও সুশৃঙ্খল করে তোলে।