হ্যাপী করিম, মহেশখালী

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় শফি আলম (২৯) নামে এক লবণ চাষি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছিকনিপাড়া এলাকার পশ্চিমে পদ্মবর চঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফি আলম ওই এলাকার নজির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় কোস্ট গার্ড ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে লবণ চাষি শফি আলম মারা যান।

নিহতের ভাইয়ের দাবি, শফি লবণ মাঠে যাওয়ার পথে কোস্ট গার্ড ও সন্ত্রাসীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলির মুখে পড়ে যান। তিনি বলেন, “আমার ভাই যদি নিরপরাধ হয়, তাহলে তার হত্যার জন্য দায়ী কে? তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে কার গুলিতে তার মৃত্যু হয়েছে। যদি কোস্ট গার্ডের গুলিতে মারা গিয়ে থাকে, তবে প্রশাসন কি দায় নেবে?”

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।