মো: আরকান, পেকুয়া ;
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” প্রথমবারের মতো অর্জন করেছে কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের তিনজন শিক্ষার্থী। বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছাঃ মাহফুজা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশিত হয়।
ফলাফলে কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের স্কাউট ছুহাইব রহমান আফফান, স্কাউট মোনায়েম আহমদ বাবর ও স্কাউট শফিকুল আনোয়ার আফিফ “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের জন্য চূড়ান্তভাবে মনোনীত হন।
একজন স্কাউট সদস্যকে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” পেতে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিয়ামের এই তিন শিক্ষার্থী সব ধাপ সফলভাবে সম্পন্ন করে এই স্বীকৃতি অর্জন করেছে।
এ বিষয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইউনিট লিডার ও বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার নবনির্বাচিত যুগ্ম সম্পাদক শাহরিয়ার আজাদ বলেন,“আমি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিয়ামে যোগদানের পর নতুন করে স্কাউট দলের দায়িত্ব নেই। এরপর থেকে আমাদের স্কাউট সদস্যরা নিয়মিত ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করে এবং ২০২৩ সালের পিএস পরীক্ষায় অংশ নেয়। এর ফলে বিদ্যালয় থেকে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের মূল্যায়নে উত্তীর্ণ হয়ে তিনজন শিক্ষার্থী ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।”
তিনি আরও জানান, ২০২৪ সালে বিয়াম স্কুলের স্কাউট গ্রুপ থেকে ৫ জন কাব স্কাউট “শাপলা অ্যাওয়ার্ড” এবং ৫ জন স্কাউট “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” মূল্যায়নে অংশ নিয়েছে। তার লক্ষ্য বিয়াম স্কাউট গ্রুপে “কোয়ালিটি স্কাউটিং” বাস্তবায়ন করা, যাতে স্কাউট সদস্যরা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে কক্সবাজারের সুনাম বাড়াতে পারে। এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, একজন স্কাউট সদস্যকে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের জন্য ১৬টি পারদর্শিতা ব্যাজ অর্জন এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়।