মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-২ (এআরআরআরসি) আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ (১৫৫৪০) সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এআরআরআরসি আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ সরকারের একই পদমর্যাদার ১৯৪ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-২ (এআরআরআরসি) আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন সদস্য। তিনি অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পদে নিয়োগ পাওয়ার আগে কয়েকটি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ইনচার্জ হিসাবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার পর অত্যন্ত নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা, অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-২ আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর প্রতি অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।