মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের কৃতি সন্তান অ্যাডভোকেট রায়হান আলম-কে সরকার বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দিয়েছেন। গত ১৭ মার্চ আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি পিপি শাখা) এর ভারপ্রাপ্ত সলিসিটর সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের উদীয়মান আইনজীবী অ্যাডভোকেট রায়হান আলম সহ ৩১ জন আইনজীবীকে সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়।

স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট রায়হান আলম কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের চাকলাদার বাড়ীর জাকের হোছাইনের পুত্র। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সহ-দপ্তর সম্পাদক। প্রতিশ্রুতিশীল তরুন আইনজীবী রায়হান আলম বাংলাদেশর বরন্য আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এসোসিয়েটস একজন সদস্য।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কক্সবাজারের দৃঢ় আত্মপ্রত্যয়ী অ্যাডভোকেট রায়হান মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর প্রতি অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।