সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের বিরুদ্ধে ৫৫,৩১০ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। চলতি মাসের শুরুর দিকে দুদকের কমিশন এ সিদ্ধান্ত নেয় এবং সহকারী পরিচালক খোরশেদ আলমকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, হেলালুদ্দীন আহমদ ক্ষমতার অপব্যবহার করে একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঘটায়। এতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালে এক রোহিঙ্গা ডাকাতের কাছে বাংলাদেশি এনআইডি পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হলেও, রাজনৈতিক প্রভাবের কারণে তখন তা গতি পায়নি। বর্তমানে সংস্থাটির হাতে থাকা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান দ্রুতগতিতে চলছে এবং এতে তৎকালীন বেশ কিছু জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, হেলালুদ্দীন আহমদ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে। তিনি ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নেন এবং ২০২৩ সালের অক্টোবরে গ্রেপ্তার হন।
– সুত্র: মানবজমিন