সিবিএন ডেস্ক ;
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঈদ উপহার পেয়ে কক্সবাজারের এতিম শিশুদের মুখে ফুটছে অকৃত্রিম হাসি। আসন্ন ঈদুল ফিতরকে আনন্দময় করে তুলতে কক্সবাজারের এতিম শিশুদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই ঈদ উপহার। আজ শুক্রবার বিকেল ৩টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পক্ষ থেকে শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসায় শতাধিক এতিম শিশুর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ড্যাব কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ডা. জাহিদ হাসানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের সমাজকল্যাণ সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল।
এছাড়া ড্যাব জেলা শাখার সদস্য ডা. সাবরিনা জাহান, ডা. আসিফ হান্নান, ডা. রিজভি আহমদ, ডা. সাইফুল ইসলাম, ডা. শুভ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন রিপনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, ঈদের আনন্দ থেকে যেন কোনো এতিম শিশু শিক্ষার্থী বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের পরামর্শ ও নির্দেশে ড্যাবসহ বিএনপির অঙ্গসংগঠনগুলো নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে কক্সবাজার শহরের রহমানিয়া মাদ্রাসায় শতাধিক এতিম শিশু শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।
এরআগে শুক্রবার সকালে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকার ৬ শত দরিদ্র পরিবারের মাঝে স্থানীয় বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেওয়া হয়। তিনি একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার জন্য বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
লুৎফুর রহমান কাজল বলেন, প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সামান্য কিছু ত্রুটি পেলেই যাচাই-বাছাই না করে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। তিনি দেশের স্বার্থে সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আহ্বান জানান এবং দলের নেতাকর্মীদেরও সতর্ক থাকার পরামর্শ দেন।
ড্যাব নেতা ডা. জাহিদ হাসান বলেন, ঈদ উপহার হিসেবে শিশুদের মাঝে নতুন জামা বিতরণের পরিকল্পনা ছিল, তবে উপকারভোগীদের সুবিধা বিবেচনা করে নগদ টাকা প্রদান করা হয়েছে।