প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছে উখিয়া উপজেলার উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের গার্ল-ইন-স্কাউট সদস্য অর্চনা বড়ুয়া। বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছাঃ মাহফুজা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়। এতে অর্চনা বড়ুয়া চূড়ান্তভাবে মনোনীত হন।

একজন স্কাউট সদস্যকে এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই অর্চনা এই সর্বোচ্চ সম্মাননা অর্জন করেছে।

উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও গ্রুপ স্কাউট লিডার রবিউল হাসান শিমুল বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়ন করা, যাতে তারা পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, স্কাউট কার্যক্রমের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে হাতেকলমে কাজ শেখা, ছোট-দল পদ্ধতিতে কাজ করা, ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান, মুক্তাঙ্গনে প্রশিক্ষণ নেওয়া এবং স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলা।

বাংলাদেশ স্কাউটস উখিয়া উপজেলার সম্পাদক ফজলুল করিম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত এই সম্মাননা একজন স্কাউটের জীবনের চলার পথে আরও অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের জন্য একজন স্কাউট সদস্যকে ১৬টি বাধ্যতামূলক পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয় এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়।