সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিলংজা ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীলদের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২১ মার্চ “রমজানের তাৎপর্য ও গুরুত্ব” নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্রগ্রামের আঞ্চলিক উপদেষ্টা মৌলানা মোস্তাফিজুর রহমান।
শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিলংজা ইউনিয়ন সভাপতি রাশেদুল হক।
দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের সাধারণ সম্পাদক আবুল হাকিম মাসুম।
রমজানের তাৎপর্য ও ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদরের মনোনীত সংসদ প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।
ইসলামী আন্দোলন ও সংগঠন” এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ কক্সবাজার শহরের উপদেষ্টা রিয়াজ মােহাম্মদ শাকিল।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিলংজা ইউনিয়ন সেক্রেটারি শফিকুল ইসলাম শফি।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোস্তাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিলংজা ইউনিয়ন শাখার সম্মানিত সহ সভাপতি শরিফ উদ্দিন, উবায়দুল হক, সহ সেক্রেটারি হামিদুল হক, নির্বাহী সদস্য আনিসুল কবীর, অর্থ সম্পাদক নাজির হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল, সহ দপ্তর সম্পাদক তারেক মুহাম্মদ হিজবুল্লাহ, পর্যটন বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ হোছাইন, কার্যকরী সদস্য মৌলানা মোঃ হোসাইন,পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ মিডিয়া ও প্রচার সম্পাদক নুরশেদ শরীফ প্রমুখগণ।