টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের আত্মস্বীকৃত মাদক কারবারি এবং একাধিক মামলার আসামি এনামুল হক ওরফে টোকাই এনাম (৩৬) কে যৌথবাহিনী গ্রেফতার করেছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে টেকনাফের নাজিরপাড়া চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তার গ্রেফতারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনাম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা, মৃত মোজাহার মিয়ার ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “নাজিরপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামকে যৌথবাহিনী গ্রেফতার করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”