বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসতে থাকা আট জেলেসহ একটি ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক শনিবার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ মার্চ রোববার চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে যাওয়া ‘এম ভি মালেক শাহ’ নামের ফিশিং ট্রলারের ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

ছয় দিন ভেসে থাকার পর শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে জেলেরা মোবাইল নেটওয়ার্কের আওতায় আসেন এবং কোস্টগার্ডের সাহায্য চান।

খবর পেয়ে সাগরে টহলরত কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তানভীর রাতেই উদ্ধার অভিযান চালায় এবং আটজন জেলেসহ বিকল ট্রলারটি উদ্ধার করে।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা।