জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তাদের দল সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং তাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী জনগণের সেই আস্থার প্রতিদান দেবে।
শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা, তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং নিবন্ধন বাতিল করা উচিত।
হাসনাত বলেন, “পৃথিবীর কোথাও এমন নজির নেই যে, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে গেছে, তাদের আবার নির্বাচনের সুযোগ করে দেওয়া হয়। আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, বরং তাদের অপরাধের বিচার করেই নিষিদ্ধ করার দাবি জানাই।”
তিনি আরও বলেন, “কোনো আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে নই, বরং আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেগুলো পুনর্গঠনের পক্ষে।”
সমাবেশে দলটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, “শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যায়নি। সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়েছে।”
তিনি আরও দাবি করেন, সচিবালয়ের অনেক কর্মকর্তা আওয়ামী লীগের নেতাদের বাসায় আশ্রয় দিয়েছে। তিনি বলেন, “যদি এখনো খোঁজা হয়, অনেকের বাসায় আওয়ামী লীগের নেতাদের পাওয়া যাবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে বণ্টন করতে হবে।”
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।