সিবিএন:

কক্সবাজার সদর উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ ২২ মার্চ ২০২৫, শনিবার, উপজেলা প্রশাসন সদরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযানে অংশগ্রহণ করেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি)  শারমিন সুলতানা, র‍্যাব-১৫, আনসার ব্যাটেলিয়ন, এবং বিএসটিআই টিম, কক্সবাজার।

দুপুর ১২:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ভেজাল ও অনিয়মের কারণে জরিমানা করা হয়।

জরিমানার বিবরণ:
১. মুনতাইজ আইসক্রিম কারখানা (লারপাড়া এলাকা): মানবদেহের জন্য ক্ষতিকর রং ও স্যাকারিন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

২. নাজিম আচার কারখানা (লারপাড়া এলাকা): লাইসেন্সবিহীনভাবে আচার উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নকল বিএসটিআই নম্বর ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

৩. একটি সুপার শপ (বদর মোকাম এলাকা): অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরি, ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদনবিহীনভাবে বিভিন্ন পণ্য বাজারজাতকরণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণতার তথ্য উল্লেখ না করার কারণে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোট মামলা: ৩টি, মোট জরিমানা: ৪৫,০০০ টাকা

উক্ত অভিযানে প্রসিকিউশন দেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল এবং বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক। উপজেলা প্রশাসন জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।