নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সকল শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম সই করা পৃথক ২১টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে— চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ-সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান।
এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন— চুয়েট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।
এছাড়া, সাময়িকভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে— চুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম ও আবদুর রহমান।
এছাড়া, সাবেক সহ-সভাপতি চিন্ময় কুমার দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী-কে সতর্ক করা হয়েছে।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী এবং ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার বেশ কিছু লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর জন্য বলা হয়। তাদের জবাব এবং অভিযোগের বিপরীতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি এসব শাস্তির সিদ্ধান্ত নেয়।’