টেকনাফ প্রতিনিধি;
কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবির ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের একটি নৌকা টেকনাফ উপকূলে ডুবে যায়। স্থানীয়রা জানান, বিজিবির সদস্যরা নৌকাটি থামানোর চেষ্টা করলে উত্তাল সাগরের ঢেউয়ে সেটি ডুবে যায়।
স্থানীয় জেলে ও বিজিবি সদস্যরা নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজদের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।