আব্দুস সালাম, টেকনাফ
টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে নৌবাহিনী। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার হলিউড পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া পাহাড়ে অপহরণকারীদের আস্তানার সন্ধান পায় নৌবাহিনী। এরপর টেকনাফ নৌবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল বড়ুয়া ঘটনাস্থলে যান এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।