আব্দুস সালাম, টেকনাফ :
টেকনাফে গহীন পাহাড়ের অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে নৌবাহিনী।
শনিবার দুপুরে দেড়টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া হলিউড পাহাড় নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পাহাড়ে অপহরণকারীদের আস্তানা জিম্মি করে রেখেছে। এমন সংবাদে নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফের একটি টিম অভিযান পরিচালনা করে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক দুলাল বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সরুতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।